Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

সেবার বিবরণ

কখন কিভাবে পাবেন

ক) বাজার তথ্যঃ জেলার সদর বাজারের প্রধানপ্রধান কৃষিজাত ভোগ্যপণ্যের পাইকারী ও খুচরা দৈনিক বাজারদর

অফিসকার্য্য দিবসে দুপুর ১২.০০টা থেকে বিকাল৫.০০টার মধ্যে জানতে পারবেন

জেলায় সরাসরি কৃষক বিক্রিত পধান ২টি বাজারেরকৃষক প্রাপ্ত ও মৌসুমী ফসলের পাক্ষিক বাজারদর

অফিস কার্য্য দিবসেদুপুর ১২.০০টা থেকে বিকাল ৫.০০টার মধ্যে জানতে পারবেন

 

জেলার সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত পণ্যের সাপ্তাহিক(বুধবার)বাজারদর ৷

অফিস কার্য্য দিবসেদুপুর ১২.০০টা থেকে বিকাল ৫.০০টার মধ্যে জানতে পারবেন

 

সরকারী,বেসরকারী স্বায়ত্বশাসিত সংস্থারচাহিদাপত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজারদর

অফিস কার্য্য দিবসে দুপুর ১২.০০টা থেকে বিকাল৫.০০টার মধ্যে জানতে পারবেন

বাজার নিয়ন্ত্রন সংক্রান্ত্ঃ কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রনআইনের আওতায় সকল প্রজ্ঞাপিত বাজারেরকৃষিপণ্য বাজার কারবারীদের নতুন লাইসেন্স গ্রহনও নবায়ন ৷

আবেদন প্রাপ্তীর পর ৭ কার্য দিবসের মধ্যে ৷

কৃষি উপকরণ হিসেবে সারের চলতি বাজারদর ৷

অফিসে সংগৃহীত বাজারদর তথ্যের ভিত্তিতে অফিসচলাকালীন সময়ে ৷

ওয়েব সাইটের মাধ্যমেকৃষিজাত ভোগ্যপণ্যেরমূল্য ও বিপণন সংক্রান্ত্ তথ্যসেবা ৷

www.dam.gov.bdওয়েব সাইটের তথ্য বাতায়ন

থেকে কৃষিপণ্যের বিপণন সংক্রান্ত্ তথ্য জানতে পারবেন