কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তর সরকারের একটি স্থায়ী সংস্থা হিসাবে ১৯৩৪ সন হতে কাজকরে আসছে ৷কৃষি বিপণন ব্যবস্থা গতানুগতিক ধারা থেকে আধুনিক বাণিজ্যিক থারা সৃষ্টির লক্ষে নানামূখী কর্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে ৷
নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে বাজার মনিটরিং কমিটির সদস্য হিসবে বাজার পরিদর্শন করা হয়।জেলার সদর বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর সংগ্রহ করে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে রির্পোট প্রদান করা হয় এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, সুনামগঞ্জ এর নিকট স্হাপিত বাজার মূল্য তালিকা প্রদর্শনী বোডে দৈনিক খুচরা বাজারদর প্রদর্শন করা হয় ।
কৃষি বিপণন অধিদপ্তরের উপর্যূক্ত জনসেবা কা্র্য্যপত্রে বর্নিত যেকোন সেবার জন্য জেলা বাজার কর্মকর্তা এর সাথে সরাসরি অথবা ০৮৭১-৬১৬৪৬ নম্বরে ফোনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা যাবে৷সেবা ও সেবার ধাপ সমূহঃ
১৷ উৎপাক,বিক্রেতা ও সহায়ক কৃষি বিপণন ব্যবস্থা কৃষি ব্যবসা উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা ৷
২৷ কৃষি পণ্যের চাহিদা ও যোগান নিরুপন,মজুদ ও মূল্য পরিস্থিতি বিশ্লেষণ ও অত্যাবশকীয় কৃষি পণ্যের মূল্য ধারার আগাম প্রক্ষেপণ এবং এ বিষয়ক তথ্য ব্যবস্থাপনা ও প্রচার করা ৷
৩ ৷বাজার অবকাঠামো জোরদার করণ এবং কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থায় সহায়তা প্রদানের মাধ্যমে দক্ষ বাজার ব্যবস্থা গড়ে তোলা ৷
৪৷ কৃষি পণ্যের গুনগতমান পরিবীক্ষণ করা ৷
৫৷কৃষি বিপণন গ্রুপ/দল গঠন এবং উৎপাদক ও বিক্রেতার সাথে ভোক্তার যোগাযোগ স্থাপনে সহায়তা দান ৷
৬৷ কৃষি ব্যবসা ও কৃষি ভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে কৃষি জাত পণ্যের রপ্তানী বৃদ্ধিতে সহায়তা করা এবং কৃষক ও ব্যবসায়ীদের কৃষি পণ্যের গ্রেডিং, সটিং,প্যাকেজিং, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজন কার্যক্রম অব্যাহত রাখা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS